ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের যৌথ উদ্যোগে গত ৫-৬ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম নুরসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি স্কলারদের উপস্থিতি, উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য সেশনে অংশগ্রহণকারীদের সংখ্যা, দেশি-বিদেশি স্কলারদের মত ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা বিচারে কনফারেন্সটি অত্যন্ত সফল হয়েছে।
বদিউজ্জামান সাঈদ নুরসির নাম অনেকেই শুনেছেন। তাঁর রচনাসমূহ (রিসালায়ে নূর নামে পরিচিত) শুধু অধ্যয়নে সীমাবদ্ধ রাখার জন্য নয়। এটির আকার ছয় হাজার পৃষ্ঠার অধিক। আধুনিক বিজ্ঞান ও যুক্তিকে ভবিষ্যতের পথ বিবেচনা করে তিনি সাধারণ বিদ্যালয়ে ধর্মীয় জ্ঞান ও ধর্মীয় বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন।
নুরসি একটি বিশ্বাসভিত্তিক আন্দোলনের সূত্রপাত করেন। এই আন্দোলন তুরস্কে ইসলামের পুনর্জাগরণে ভূমিকা রাখে। বর্তমানে সারাবিশ্বে এর ব্যাপক অনুসারী রয়েছে। অনুরক্ত তুর্কি যুবসমাজ তাকে বদিউজ্জামান বা যুগের বিস্ময় (Wonder of the age) নামে অভিহিত করে।