ইরান সফরে গিয়েছেন তুরস্কের সেনাপ্রধান হুলুসি আকার। ইরানে ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো তুর্কি সেনাপ্রধান দেশটিতে সফর করেছেন।
ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির আমন্ত্রণে তুরস্কের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকার এ সফর করছেন। খবর পার্স টুডের।
১৯৭৯ সালে সফল ইসলামি বিপ্লবের পর প্রথম এ ঐতিহাসিক সফরে ইরানের সেনাপ্রধানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যুতে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।
রোববার জেনারেল তুর্কি সেনাপ্রধান হুলুসি তেহরান এসে পৌঁছান। এ সময় ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে উঞ্চ অভ্যর্থনা জানানো হয়।
এর আগে এ বছরের আগস্টে ইরানি সেনাপ্রধান জেনারেল বাকেরি তুরস্ক সফর করেছিলেন।
সোমবার সকালে ইরান-তুরস্কের দুই সেনাপ্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানির সঙ্গে বৈঠক করবেন এ তুর্কি সেনাপ্রধান।
আগামী ৪ অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান তেহরান সফর করবেন।