হাফেজ মো. আশরাফুল ইসলাম ব্রহ্মণবাড়িয়া জেলার সদর থানার অন্তর্গত কলেজপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে বাবা প্রফেসর তাফাজ্জুল হোসেনের ঔরসে ও মা শিরিন আক্তারের গর্ভে জন্মগ্রহণ করেন।
দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক আল্লামা আলহাজ হজরত মাওলানা হাফেজ ক্বারী যোবাইর আহমদ নূহ কাসেমি (রহ.) এর অক্লান্ত পরিশ্রমে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মাত্র ১৭ মাসে পবিত্র কোরআন শরিফ হেফজ শেষ করেন।
তিনি দেশের একাধিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০০৯ সালে মিডিয়াভিত্তিক সর্ববৃহৎ ও বহুল পরিচিত কোরআন তেলাওয়াতের রিয়েলিটি শো বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচারিত ‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।