দুনিয়ার কোনো সার্টিফিকেট নাজাতের মাপ-কাঠি নয়। প্রয়োজন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। দ্বন্দ্ব করে মুসলিম উম্মাহর মধ্যে ফাটল নয়, সংঘাত নয়, নয় বিভাজন।
নতুন সনদপত্র যারা পেলেন, তাঁরা (কওমী মাদ্রাসার তরুণ আলেমগণ) দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা অর্জন করুন। কারণ, মুসলিম মিল্লাত এখনো অনেক পিছে পড়ে আছে।
যারা সনদে পাকা (আলিয়া মাদ্রাসায় শিক্ষিত), তারা কুরআন ও হাদীসে পান্ডিত্য অর্জনে ব্রতী হোন। যাতে ধর্মের লেবাসে নাস্তিকদের সমুচিত জবাব দেয়া যায়।
শেষ কথা: আমার দেশে সেই ছেলের জন্ম কবে হবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।