পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, সারা বিশ্বে মুসলমানরাই সন্ত্রাসবাদের শিকার। রোববার রাওয়ালপিন্ডির চাকরিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় নিসার আলী খান এ কথা বলেন। তিনি পরিষ্কার করে বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।
জাতীয় স্বার্থ রক্ষা করার বিষয়ে তার সরকারের দৃঢ় মনোভাবের কথা উল্লেখ করে বলেন, দেশের কোনো কোনো রাজনৈতিক দলের বাধার কারণে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নয়ন ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য এসব দলকে জনগণ প্রত্যাখান করেছে বলেও দাবি করেন চৌধুরী নিসার।
নেতিবাচক রাজনীতির বিষয়ে তিনি জনগণকে সতর্ক করে বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাজনীতিবিদদের কূটকৌশলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।