আমি মোবাইল ব্যবহার শুরু করছি ২০০৬ সাল থেকে অর্থাৎ তাকমিল ফিল হাদীস বর্ষের সূচনাতে। প্রায় এক যুগ হয়ে গেছে।
শুরু থেকেই গ্রামীন সিম ব্যবহার করছি, সাথে অন্য সিমও আছে। গত পরশু হঠাৎ এই বিষয়টি মাথায় আসে। মাথায় আসার সাথে সাথেই একটি হিসাব শুরু করলাম, ভাবলাম; দেখি তো এই পর্যন্ত গ্রামীনফোনকে কত টাকা দিয়েছি?
একটা গড় হিসাব করে যা পেলাম, তা আমার জন্য সম্পূর্ণ বেমানান! এই একযুগে লক্ষ টাকার অধিক গ্রামীনফোনকে দিয়েছি! ভাবতেই অবাক লাগে। ব্যক্তিগত ভাবে জীবনে এখনও একলক্ষ টাকার মালিক হতে পারিনি, অথচ গ্রামীনফোনকে একলক্ষ টাকা কিভাবে দিলাম?
এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, আর আফসোস করছি। বর্তমানে বেশ কিছু টাকা ঋন আছে। এই ঋনের কারণে নিজেকে খুব খারাপ লাগে। কিন্তু ঋণ তো আর বিলাসিতার জন্য করিনি। ঋণ করেছি দৈনন্দিন প্রয়োজন মেটাতে। আল্লাহর কাছে প্রতিনিয়ত ঋণ নামক অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করি।
বন্ধুরা, আপনারাও একটু দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন খুব দ্রুত আমাকে ঋণমুক্ত করে দেন।